"মনের ক্যানভাস"
"মনের ক্যানভাস"


অনেক ছবি জাগে যে আজ মনেরই ক্যানভাসে,
কোনোটা শুধুই দুঃখে ভরা বুকেরই বামপাশে।
আছে অনেক ছবি ও স্মৃতি সুখের অবকাশে,
দেয় যে শান্তি মনের কোনে পরম আবেশে।
দুঃখ যন্ত্রণার ছবি আছে অমলিন চিরজীবী,
মনের যাতনা আর দীর্ঘ শ্বাসের সবই বেহিসেবি।
অনেক পথ যে পেরিয়ে গেছি জীবন রেখা ধরে,
অতীতের সুখ স্মৃতি আর স্বজনকে পাথেয় করে।
তবুও কখন পর হয়েছে স্বজন এই পৃথিবী পরে,
জানতে পারিনি বুঝতে পারিনি কেন ভুলেছে মোরে।
আজ মনে হয় বড় একা আমি জীবন পথের বাঁকে,
সামনে কি নেই আলো, শুধুই আঁধার ডাকে?