বর্ষবরণ......এ.আলি।
বর্ষবরণ......এ.আলি।


সকালের সোনালি আলোয়
ভেবেছিলাম এ এক নতুন সূর্য,
দুঃখের সব ঘটবে সলিল সমাধি,
যা কিছু বেদনা যাবে সরে, আসবে
প্রত্যাশার প্রতিটি বিন্দু সিন্ধু হয়ে;
কিন্তু না...সেসব কিছুই ঘটেনি আজ।
দিন চলেছে নিজের মতো, নিজ ছন্দে;
দাসখত্ লিখে দেয় নি সে কাউকে।
আশা আকাঙ্খা গড়াগড়ি খেয়েছে
মনের আঙিনায় সারাটা দিন,
উদ্ভ্রান্ত এর মতো মনটা চেয়েছে
সুখের পরশ একটু একান্ত ব্যক্তিগত;
দিনশেষে মনে হ'ল এ চাওয়া অর্থ হীন,
সবটাই নির্দিষ্ট এক করুণাময়ের হাতে।
নতুন বছর, নতুন দিন, শুধুই জল্পনা,
এক অলীক ভাবনার পুনঃ পুনঃ প্রয়াস;
প্রতি ঘন্টা প্রতিটা পল বয়ে আনে এক
নির্ধারিত সূচী ,সুখ দুঃখের আবহ
আবর্তিত নিশিদিন এ জীবন মাঝে।
নতুন পুরাতন সব একই, নেই কোন
ভেদাভেদ,অতিশয়োক্তির আবাহনে
আতিশয্য বাড়ে,বদলায় না কিছুই।