STORYMIRROR

Sk. Asraf Ali

Inspirational

3  

Sk. Asraf Ali

Inspirational

পাহাড় ও নীল আকাশ

পাহাড় ও নীল আকাশ

1 min
9.9K


নীল আকাশ আর পাহাড় যেখানে

মিলেমিশে একাকার,

দেখিবার তরে মনে হয় যেন

ছুটে যাই বার বার।

পাহাড় আপন গরিমাতে

মাথা তোলে যে গগনে,

বলিতে চায় তার আপন কথা

যেন চুপি চুপি গোপনে।

আকাশের সাথে তার অভিসার

সকলেরই অজান্তে,

সব বাধা কাটেমিলনের তরে

দিবস শেষে দিনান্তে।

সূর্যের আলো নিভে গেলে পরে

আঁধার ঘনিয়ে আসে,

ওই আকাশ যেন ধরা দেয়

পাহাড়েরই বাহুপাশে।

সারারাত্রি মধুর মিলন

আপন আপন সাজে,

প্রভাতের নব কিরণমালায়

জেগে ওঠে যে লাজে।

সারাদিন তার অধীর অপেক্ষা

কাটবে কখন দিন,

আসবে রাত্রি নিকষ কালো

হয়ে যাবে সে লীন।

প্রকৃতির মাঝে পাহাড় হাসে

পরিতৃপ্তির হাসি,

ওগো পাহাড় আর নীলাকাশ

আমি তোমাদেরই ভালোবাসি।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational