" হতাশার প্রহর"...এ.আলি
" হতাশার প্রহর"...এ.আলি


হতাশার প্রহর যখন
প্রবেশ করে মনে,
ভাবনার ঢেউ গুলো সব
ওঠে সংগোপনে;
জীবনের তাল কেটে যায়
ছন্দ থেকে দূরে,
দিবারাত্র এগিয়ে চলে
কেমন যেন সুরে।
সবাই যেন আনন্দে আজ
দিনটা পার করে,
আমার দিবস শূন্য কলস
শুধুই স্মৃতির ভারে।
দিবসের যত কল কোলাহল
আর রাত্রির নীরবতা,
হচ্ছে পার কাটছে সময়
ছুঁয়ে মনে যে বিষন্নতা।
এমনি ভাবেই কেটে যাবে দিন
একাকী নিঃসঙ্গ,
দুঃখের পরশে অশ্রুসিক্ত
স্বপ্ন হয়েছে যে ভঙ্গ।