এখন প্রেম
এখন প্রেম


এখন তো করতে প্রেম
লাগে না কো মন,
এখন তো লাগে শুধু
স্মার্টনেস আর যৌবন।
লুক আর মানি ঠিক করে
প্রেমের যে মাপকাঠি,
দাম তার নেই কোনো
আছে যার মনটা খাঁটি।
প্রেম তো যখন তখন
স্থান কাল পাত্র ভেদে,
যখন যেটুকু পাওয়া যায়
মিটুক সব যত খিদে।
মনের অঙ্গনে আজ
অনেকেরই আছে ঠাঁই,
সত্যিকারের ভালোবাসা
আজ আর কোথাও নাই।
এখন শুধুই টাইম পাশ
নির্জন আর লেকের পারে,
প্রেম মানে ফুচকা খাওয়া
প্রেমিকের কাছে বায়না ধরে।
প্রেম মানে রেস্টুরেন্ট আর
নাইট ক্লাবে সঙ্গ দেওয়া,
রাত্রি বেলা ড্রিঙ্কস করে
টলতে টলতে বাড়ি যাওয়া।
কলেজ প্রেম জমে ওঠে
কলেজেরই প্রাঙ্গণে,
বেশভূষা আর চালচলনে
প্রেমিক যখন নায়ক বনে
মনের খবর অনেক পরে
ধরা দেয় সবার কাছে,
আসল নয় নকল সবই
তখন কি ই বা করার আছে।
আসল প্রেম তো ব্যর্থ হয়
প্রেমিকের জোটে অবহেলা,
নকল প্রেম তো প্রতিদিনই
চলছে এখন সারা বেলা।