"তবরেজ আনসারি"
"তবরেজ আনসারি"


তবরেজ আনসারি
লাঞ্ছিতের একটি নাম,
মৃত্যু মুখে বলে গেল
জয় শ্রীরাম জয় শ্রীরাম।
ভারত নামের মহান দেশে
নিন্দনীয় একটি কাজ,
সভ্যতার ধ্বজাধারী
আমরা গড়ি কোন সমাজ?
ঐক্যের ভারতবর্ষে
আজকে এত অনাচার,
সহনশীলতার মাত্রা ছাড়িয়ে
দাঁড়িয়ে শুধু অবিচার।
বিধর্মীদের মুখে রামনাম
শুনতে কি এতই ভালো?
হবে কি দেবতা খুশি?
এত যে সব প্রাণ গেল।
দেবতা তো তুষ্ট হয়
ভক্তি আর শ্রদ্ধা তে,
ভয় ভীতি আর প্রাণনাশের
আছে কি দরকার তাতে?
নিজ ধর্ম নিজ কাছে
পবিত্র রাখাই কর্তব্য,
মন্দির বা মসজিদ
হোক না যা হোক গন্তব্য।
মানবিকতা উঠুক জেগে
ধর্ম থাকুক দেবালয়ে,
সবার উপরে মানুষ সত্য
মানুষ বাঁচুক শান্তি লয়ে।