The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

Sk. Asraf Ali

Tragedy

2  

Sk. Asraf Ali

Tragedy

" একা ".....এ.আলি

" একা ".....এ.আলি

1 min
269


একা...,বড়ো একা আমি,

নিউক্লিয়ার পরিবারের পরিসরে বেঁধেছি ঘর;

যা কিছু ছিল কাছের,

আজ সবই দূরে লক্ষণরেখার গণ্ডিতে;

কাছাকাছি পাশাপাশি থেকেও আজ

ব্রাত্য অনেক আপনজন,

আমিও হয়ে গেছি পর....

শুধুই নিজ সুখ অন্বেষণে।

সমাজের এটাই চিত্র আজকের দিনে,

শুধু নিজে ভালো থাকো আর কিছু নয়;

রক্তের সম্পর্ক সে তো নাড়ি ছিন্নের সংগে বিলীন,

অপত্য স্নেহ: সে তো মাতা পিতার কর্তব্য,

জন্মদানের দায়ভার।

শুধুই নিজের উচ্চাশা আর শ্রেষ্ঠত্বকে

তুলে ধরতে গিয়ে কখন যে একা হয়ে গেছি

কে জানে, নিজেও বুঝতে পারিনি।

আজ জীবনে যখন চলতে গিয়ে হোঁচট খাই,

সুখের সরণিতে দুঃখের দামামা বাজে,

বড় অসহায় মনে হয় নিজেকে।

আমি কি একা হতে চেয়েছিলাম? না...

পরিস্থিতি আমাকে একা করে দিয়েছে;

ভোগ বিলাসের বৈভবের হাতছানি শুধুই

সামনে নিয়ে গেছে সংকীর্ণতায়,

আতিথেয়তা, আপ্যায়ন, এগুলো সব

সংজ্ঞা হয়ে গেছে এখন;

জীবন চলে ঘড়ির কাঁটা ধরে রুটিন মাফিক

রোজ, রোজ , হর রোজ একই ছন্দে,

ঘড়ির মতোই হয়ে গেছে জীবনটা:

একা, বড়ো একা আমি এই জগৎ সংসারে।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy