"মনের ঝড়"
"মনের ঝড়"


প্রকৃতির তাণ্ডবে প্রকৃতিই শান্ত হয়
ঝোড়ো হাওয়া ডেকে আনে প্রলয়,
মানব মনের ঝড়, বয়ে চলে নিরন্তর,
হয় না তো শান্ত মনের গহীন অন্তর।
দুন্দুভি বাজে মনে কারনে অকারণে
দুঃখেরই কুণ্ডলি পাকে,
কত শত অভিমান মন করে খান খান
দিবস রজনীর ফাঁকে।
হতাশার বুদবুদ হৃদয়েরই অর্বুদ
উৎসারিত হৃদয় হতে,
হয় না প্রশমিত মন করে আন্দোলিত
কোন এক অজানা স্রোতে।
অনুভূতির কম্পন জাগায় যে শিহরণ
মোর এ হৃদয় মাঝে,
আমি যে নেই জড়, জীবনে অনাড়ম্বর
রাতদিন সকাল সাঁঝে।