STORYMIRROR

Manik Chandra Goswami

Romance Classics

4  

Manik Chandra Goswami

Romance Classics

মনের দুয়ারে

মনের দুয়ারে

1 min
12

মনের দুয়ারে

মানিক চন্দ্র গোস্বামী


মনটা বড় আজব পাখি

ডানাবিহীন যায় উড়ে,

চাঁদের দেশে পাড়ি দিয়ে

হারায় তারার ভিড়ে।

কালো মেঘে উদাস বড়ো,

বর্ষা ধারায় নাচে,

ভালোবাসার ছোঁয়া পেলেই

এগিয়ে আসে কাছে।

অবাধ গতির সুবিধা নিয়ে

প্রবেশিয়া কচি অন্তরে,

ঢেউ তুলে দেয় হৃদ আঙিনায়

জীবন নদীর দু'কুল জুড়ে।

শীতের সকালে ঘন কুয়াশায়

মনটা হলেও ভারী,

খুশির বাতাস বইতে থাকে

যখন ভরসার হাত ধরি।

দুঃখে কষ্টে মনের প্রাচীর

ঠুনকো কাঁচের মতো,

ভেঙে খানখান আশা প্রত্যাশা,

মনের গভীরে ক্ষত।

হঠাৎ করেই শুরু হয়ে যায়

মন দেওয়া নেওয়া খেলা,

বাঁশির সুরে বাতাস বিভোর

রঙিন স্বপ্ন মেলা।

মনের তরঙ্গ উথাল পাথাল,

হাঁপরের ওঠানামা,

ভালোবাসার বিজয় গানে

নীরবতা পায় ক্ষমা।



Rate this content
Log in

Similar bengali poem from Romance