মনে পরে
মনে পরে


সকাল বেলা ভোরের বেলায় আজ
চেয়ে দেখো দেখি প্রকৃতি কেমন
করেছে নতুন সাজ
কচি পাতায় শিমুলে পলাশে
নীল আকাশের ভেলা
রঙিন আলোয় পকপাখালীর
বসেছে কেমন মেলা
এমন দিনেই শীতের বাতাসে
পরল তোমায় মনে
স্মৃতির ধুলোয় আঁকিবুকি কেটে
এল যে জল চোখের কোনে
চলো আর যাই অনেক দূরে হারানো সুরের তানে
তোমার আমার কথা হোক আজ পুরনো দিনের গানে।