মন
মন
মন
মন আমার মনকে বলে
কেমন আছিস তুই ?
মনের পথে মন যে চলে
হোক না বিদেশ বিভূঁই !
চড়াই উৎরাই পেরিয়ে যাই
উজান বেয়ে চলি,
খোঁজ খবর তার নিজেই না পাই
ফোটাই কুসুম কলি ।
এই যে এখন তোমার দ্বারে
দিচ্ছি ভাত ঘুম,
এই চলেছি আকাশ পারে
যেথায় মেঘের ধূম ।
সশরীরে গিয়েছ যেথা
দেখেছ চোখ মেলে,
বুকের মাঝে সে' সব কথা
ভেজাও চোখের জলে।
মনের ভিতর হর্ষ বিষাদ
মনের মাঝে মিল,
মনের মাঝে হিংসা নিষাদ
পেচক কিম্বা চিল।
মল্লিকা জুঁই শিউলিমালায়
মন সুরভি রেশ,
ফুলের ভিতর কীটের জ্বালায়
পূতি গন্ধের আবেশ ।
আছে বলেই আকাশখানি
মেঘের আনাগোনা,
গ্রহান্তরে নেই রে পানি
মেঘের হয় না শোনা।
চোখের জলের দুইটি মানে
একটি রূপে কান্না,
মন খারাপ ! সে ' সবাই জানে
যখন যেথায় যান না।
