STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Fantasy

3  

Nityananda Banerjee

Comedy Fantasy

মন খারাপ হলে

মন খারাপ হলে

1 min
191

মন খারাপ হলে আজকাল আর তেমন ভাবি না ;

খাঁচায় বন্দী বাঘ, পাখি বাইরের দিকে চেয়ে থাকে ,

কেউ যদি বলে ' কি রে ! আজ তুই মাঠে যাবি না ?

সাত পুরুষের ভিটে আমায় হাতছানি দিয়ে ডাকে ।

আজকাল মন খারাপ হলে বাড়িতেও বসে থাকি না ;

পুকুর পাড়ে কুকুর নিয়ে গাছের ছায়ায় বল খেলি ,

ভালো লাগে ওই ভক্তদের গায়ে গা লাগিয়ে থাকতে,

ঘাম দিয়ে জ্বর ছাড়লে সারমেয় সাথে জলকেলি ,

ভালো লাগে সেই ঘাম চেটে খাওয়া সারমেয়দের ডাকতে ।

আমি থাকি আমার মত ; ওরাও থাকে ওদের নিয়ে,

ভিটেমাটি ছাড়া আমার এ মন কবিতা লেখে খালি,

ভক্তেরা পড়ে পাঠক যেমন পাঠ করে মন দিয়ে ,

মন খুঁজে যায় লতাপাতা ঝোপ ; পায় শুধু চোরাবালি ।

মন খারাপ হলে মন চলে যায় রেল লাইনের পারে ,

কু ঝিকঝিক রেলের গাড়ি ধোঁয়া ছেড়ে আসে নাকো ,

মনের ব্যথা সেই তো জানে ভালোবেসেছিলাম যারে ,

সেও তো বলে না আজকাল না হয় আমার পাশে থাকো ।

আর মন নেই কোন কিছুতেই ;মন এক ভাঙা আয়না,

ছড়ানো ছিটানো কাঁচের টুকরো রক্ত ঝরায় শুধু ,

সাতপুরুষের ভিটেমাটিও কখনো বলেনি ' আয় না ' !

আসন পেতে পথ চেয়ে রয় আমার প্রাণের বধূ ।

কালের নিয়মে ভক্ত দাসেরাও একে একে গেছে চলে ,

আমি রয়ে গেছি একাকী এখন ফুটবল হাতে নিয়ে ,

গাছের ছায়ারা জড়ো হয়ে আরো কালো করে দেয় জলে,

হাতে হাত রেখে লাথি মেরে বলে ' ওঠ ছুঁড়ি তোর বিয়ে ' !



Rate this content
Log in

Similar bengali poem from Comedy