মিলন সত্ত্বা
মিলন সত্ত্বা
তোমার পরানে সোপিনু যে প্রাণ
দোঁহে মিলি বুঝি হৃদয়ের টান,
শ্যামল স্বপন সাজিল সুধা রসে
স্বর্গীয় সুখ শোভন সুবাসে,
খুশি ভরা পথে পথিকের চলা,
অবুঝ মনের ব্যাপ্তি প্রজ্জ্বলা,
মাঠের সবুজ হাসে |
প্রকৃতির সাথে মনের মিলনে
বৃষ্টি নাচের করুণা প্লাবনে
ধৌত ধরণী ধ্রুবরে ধরিছে
ধমনীর ধারা অধীর ধাবিছে;
খুশি ভরা পথে পথিকের চলা
সাদা মেঘে খুশি আকাশের নীলা,
বৃষ্টি বাদল শেষে |
কাঞ্চন রোদে উছলিত হিয়া,
ফুলের কাননে রঙেতে মাখিয়া
বাতাস বার্তা বিহগে বিলায়
বুকের ব্যর্থ বেদনা বিদায়;
খুশি ভরা পথে পথিকের চলা
পুস্প কুঞ্জ সাজায়েছে ডালা,
মনের মানুষ পাশে |

