STORYMIRROR

Nityananda Banerjee

Romance Classics Fantasy

3  

Nityananda Banerjee

Romance Classics Fantasy

মেঘদূত

মেঘদূত

1 min
11

পূর্ণশশী মধ্য ভালের মলিন আলোয় ছন্দহারা ,

যায় বয়ে যায় কলস্বরে সওদাগরের জোছনতারা।

মেঘলা হাওয়ায় মিলিয়ে যাওয়া ছায়া ছায়া তার চোখটা ,

মিটমিটিয়ে তাকিয়ে দেখি সবার চেনা সেই লোকটা ।

মেঘের দেশে ভেসে ভেসে গান গেয়ে যায় আপন মনে ,

সবাই যখন ফূর্তি করে সন্ধিকালে অশ্রু ঝরে দু'নয়নে ।

ময়লা বসন দূষণ দোষণ শাসন শোষণ পোষণ করে ,

একলা হাতে মধ্য রাতে অসন বাসন তোষণ তরে ।

সেই লোকটা যার চোখটা ঠিকরে বেরোয় দেখলে নারী ,

দু'হাত পেতে রাত-বিরেতে আসতে যেতে কয় ' ভিখারী ' ।

দিনের বেলায় মেঘের ভেলায় শুধুই হাসে পালটি তুলে ,

কান্না দিয়ে রান্না করে চান না যারা এমন ধারা বাউণ্ডুলে।

চোখের তারায় কেবল হারায় স্রোতের ধারায় খড়ের কুটো,

সেই লোকটা যার চোখটা দেখে মনে হয় পকেট ফুটো।

আমি তুমি সবাই জানি তার পরিচয় পাখির পালক ,

মেঘবালিকার প্রেমিক সে'জন বড় আনমন পবন বালক ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance