STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy Classics

4  

Partha Pratim Guha Neogy

Tragedy Classics

মধ্যরাতের গান

মধ্যরাতের গান

1 min
362

কিছু প্রথাগতভাবে দু চোখের পাতা

দুহাতে তুলে ধরে অবুঝ কবিতা

কিছু রাত্রি বেলার টুকটাক কল্পজ্বরে

একা কুয়াশা এসে দাড়ালো কাকভোরে


যদি অবাক চোখে তাকাও জানালার দিকে

দেখবে রঙ্গীন দুটো প্রজাপতির রং মায়ায় ফিকে

 

তবুও শব্দ নামে তোমার দু গাল বেয়ে

আমার চেনা পথে বাজায় বাঁশি

কোনো পথিক মেয়ে


অন্তরঙ্গভাবে রাতের বেলা

নীরব নিঝুম চুপকথারা

গাল ছুঁয়ে যায় পাঁচিল বেয়ে

ফুটতে থাকে পদ্ম আর সূর্যমুখীরা

ছুটতে থাকা সূর্য আর কোনো অবাধ্য মেয়ে

ফোঁটায় কাঁটা যেন কোনো তিক্ত কথা


অবাধ্য যা হাওয়া ছিল

ঘন্টা বাজিয়ে, পাশ কাটিয়ে

স্পর্শ করে শুধুই রাতে

কোনো ক্যাকটাস মরুভূমিতে


রাইকিশোরী তুমি

ছিল তোমার হাতের মাঝে তিল

ঠিক কোনো সরোবরে যেনো বৃষ্টিপাতের রেখা,

যেন বৃষ্টি হয়ে মাঝরাতেদের গল্প বলতে শেখা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy