STORYMIRROR

Nityananda Banerjee

Classics Others

4  

Nityananda Banerjee

Classics Others

মধ্যবিত্ত

মধ্যবিত্ত

1 min
364

ওর পরীক্ষার ফিস দিয়েছি আমি ;

পাশ করে সে চাকরি বাগিয়ে নেয়,

এখন সমাজে আমার চেয়ে দামী ;

শোধ নিতে যাই দয়া করে যদি দেয় !

এই অঘ্রাণে ওই মেয়েটির বিয়ে ;

আমার কাছে ধার নেয় ওর বাবা ,

ছেলের হাত ধরে মুখের সামনে দিয়ে ;

হানিমুনে যায় মক্কা মদিনা কাবা ।

সেদিন দেখি মুখচোরা এক মেয়ে ;

যায় পালিয়ে ঘোমটা দিয়ে মুখে,

মনটা হঠাৎ উঠল যে গান গেয়ে ;

বেঁচে থাক তোরা আপন মনের সুখে ।

আমি মুখ দেখি একান্তে স্বচ্ছ জলে ;

পেটে খিদে নিয়ে মুখে একরাশ লাজ,

তাই তো সকলে আমায় মেজদা বলে ;

পেয়েছি থানায় মেজোবাবুরই কাজ ।



Rate this content
Log in

Similar bengali poem from Classics