STORYMIRROR

Arup Kr Biswas

Drama Tragedy

4  

Arup Kr Biswas

Drama Tragedy

মধ্যবিত্ত

মধ্যবিত্ত

1 min
1.4K

জীবনের প্রতিটি পদক্ষেপে পরীক্ষা দিতে হবে, 

মাথায় নেই কোনো বড়ো হাত,

কারণ আমি মধ্যবিত্ত।


ভালো ইংরিজি জানিনা, কারণ,

বছরে ১৯৭ টাকা দেওয়া সরকারি ইস্কুলে পড়েছি,

কারণ আমি মধ্যবিত্ত।


বাকিদের মতো যেতে পারিনি ইস্কুল এ সি গাড়িতে,

গেছি রিক্সা বা সাইকেলে,

কারণ আমি মধ্যবিত্ত।


দামি রিমোট কন্ট্রল গাড়ি পাইনি,

তাই পাওয়া প্লাস্টিকের খেলনা ফেলে দিইনি,

কারণ আমি মধ্যবিত্ত।


দেশ-বিদেশ ঘুরিনি, তাই,

মামা-মাসির বাড়িতেই আনন্দ পেয়েছি,

কারণ আমি মধ্যবিত্ত।


চোখে ছিল হাজার স্বপনের চাওনি,

কিন্তু হাতখরচায় ১০ টাকার বেশি আশা করিনি,

কারণ আমি মধ্যবিত্ত।


চাকরির রেষারেষিতে নাম্বার বেশি থাকলেও,

হেরে গেছি যে পকেট গরম করতেও,

কারণ আমি মধ্যবিত্ত।


চাইলে কোনো দামি জিনিস কিনতে পারবোনা,

আবার কারুর বাড়ির চাকর হতেও পারবোনা,

কারণ আমি মধ্যবিত্ত।


চেষ্টা করলে হয়তো ব্যর্থ হবোনা,

থাকবেনা হয়তো কোনোকিছুই কম, কিন্তু ভুললে চলবেনা,

যে, আমি ছিলাম মধ্যবিত্ত।


Rate this content
Log in

Similar bengali poem from Drama