ভালোবাসা
ভালোবাসা
1 min
1.3K
ওগো সজনী ভুল বোঝোনা মোরে
আমি উন্মাদ প্রেমিক তোমার তরে
তোমার আগমনে দিন গুনি বার বার
কবে পাবো তোমার দেখা সজনী।
ব্যথা দিয়ে চলে যেওনা মোরে
প্রেম বিনা জীবন বৃথা
যে প্রদীপ নিভে ছিল,তাকে জ্বালালে তুমি
প্রেমের সলতে পুড়ে পুড়ে ক্ষত আজ মন
মন ই জানে তার ক্ষত কতখানি
ভালোবাসার ক্ষত ভালোবাসা ই বোঝে
সজনী ভুল করে,ভুল পথে যেওনা
আমায় করোনা নিরাশ
আমি যে শুধু তোমারই স্বজন
প্রেমের বাসরে এসো সজনী
আলোকিত কর মোদের জীবন
প্রেমের সাগরে তরী খানি বাইও
বৈঠাখানি ধরে রাখিব,তোমারলাগি
ওগো সজনী,কষ্টের মাঝে সুখের বাস
সুখের সন্ধানে ছুটিব মোরা
স্বাধীন সুখের বার্তা অনিবে তুমি
তোমা লাগি বসে থাকিব আমি
আমার হাত ছেড়না সজনী গো।।