STORYMIRROR

Md Asif Iqbal

Tragedy Drama

4.5  

Md Asif Iqbal

Tragedy Drama

মধ্য রাতের কবিতা

মধ্য রাতের কবিতা

1 min
10.1K


এখন সব তারা আকাশে জ্বলে 

চোখের অন্ধকারে ক্লান্তি ঘুমায়, 

কবিতা তার নিয়ম মেনে চলে 

অনিয়মের পথে- দৃঢ় উপমায়। 

 

নক্ষত্রের দিকে রাত জাগা চোখ 

চেয়ে আছে। থমকে গেছে সময়! 

কবিতার মৃত্যুর মতন গভীর শোক 

আর কিছুতে নেই। এমনও হয় 


সারা রাত জেগে কবি হাতজোড় 

করে চেয়ে আছে। চোখের জল- 

কাগজের ওপর পড়ছে বড় বড় 

বিন্দুর মতন- গভীর...অতল! 


এ যন্ত্রণা বুঝতে পারলে তুমি 

ভালোবাসা দিও, খুব প্রয়োজন। 

মেঘের ঘৃণায় সাহারা মরুভূমি 

-তে পরিণত হয়েছিল- রূঢ় নির্জন! 


মধ্যরাত্রি! ঘুমিয়ে পড়েছে রাত 

দুটো অন্ধকার চোখ কিছু খোঁজে। 

কলমের ফোস্কা পড়া একটি হাত- 

যন্ত্রণার ভাষা শূণ্য ডায়েরিটা বোঝে।  



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy