রেল লাইনের গাঁথা
রেল লাইনের গাঁথা


এটাও একটা গল্প ছিল, 'রেল লাইনের গাথা'
আমরা ছিলাম ট্রেনের ভিতর, চায়ের কাপে।
বাইরে তখন দাঁড়িয়েছিল চারটি পায়ের পাতা
রোদ এসে নিঁখুতভাবে শরীর দুটো মাপে।
গল্পটা ঠিক অন্যরকম, এক পলকেই শেষ।
হারিয়ে গেল গতির মাঝে চারটি চোখের তারা;
গল্পটা ঠিক গুছানো নয়, একটু কমপ্লেক্স।
ফুলের গন্ধে, গতির মাঝে হারিয়ে গেছে যারা।
যে ছেলেটা বাবার সাথে মাঠে মাঠে রোদে কাটায়
যে ছেলেটার স্কুল কামাই আজ সাতদিন হয়ে গেল,
সে
ই ছেলেটা আমাদের মতন জীবন কি আর পায়?
সেই ছেলেটার ভবিষ্যৎ এবার হিসেব করে ফেল।
এটা কি আর গল্প হল, চোখের পলকে দেখা?
কেই বা ছেলে কেই বা বাবা কিছুই বুঝলেনা তো?
রেললাইনের জমির কাদায় যাদের জীবন লেখা,
কয়লা পোড়া জীবন যাদের, জীবন রোদের মত,
তাদের নিয়ে গল্প কি আর এমনি বোঝা যায়?
জীবন কি আর গল্পের সব আইন-কানুন মানে?
ভেঙে যাক সব নিয়ম-প্রথা ঢেউয়ের ঝটকায়
এটাও একটা গল্প ছিল, জীবন সন্ধানের।