Santana Saha

Classics

2  

Santana Saha

Classics

মায়া

মায়া

1 min
438


এক কুয়াশাঘেরা ভোরে কৌতুহলী প্রশ্ন

করেছিলাম তোমায়,

আচ্ছা মায়া কি?

স্নিগ্ধ হেসে বললে তুমি, এই কুয়াশাই তো মায়া।

কুয়াশা সরিয়ে দিলেই দেখতে পাবি,

সব জ্বলজ্বল করবে অমলিন হয়ে...

আমার আবার প্রশ্ন , তবে কি সূর্যোদয়ের সময়

পৃথিবীর শরীরের কমলা আবরণ,

 বর্ষার অবিশ্রান্ত ধারায় ঢেকে যাওয়া চরাচর বা

অমাবস‍্যার রাতে পৃথিবীমোড়া কালো রহস‍্যচাদর

সবই মায়া?..

বললে তুমি সে তো নিশ্চয়ই। তবে কি জানিস,

মায়া ছাড়া জগৎ চলে না।

তাই তো প্রসবযন্ত্রণাক্লিষ্ট মায়ের মুখ,অমলিন

হাসিতে ভরে যায় প্রসবের পরে...

মাতৃবিয়োগের পর ভরে ওঠে,ছেলের চোখের কোল...

আর রক্তাক্ত,ক্ষতবিক্ষত শরীরে, বিজয়ীর হাসি

খেলে যায় দেশের সৈন‍্যের অন্তিম সময়ে...


Rate this content
Log in