মায়ের ভরসায়
মায়ের ভরসায়
করাতের মতো ধারালো দাঁত দিয়ে কাঠ চেঁছে নেয়,
কোথাও বা খুঁটে খুঁটে পাটকাঠির টুকরো জমায়।
নিজের লালা মিশিয়ে বেশ বড় এক গোল্লা পাকায়,
অতি যত্নে বুকে করে বয়ে নিয়ে গিয়ে বাসা বানায়।
উল্টো ছাতার মতো কভারের তলে ছয়কোনা খোপ,
মোটেও গোল নয়, এক দেয়ালে দু খোপের কাজ হয়।
এই টেকনোলজিতে, জায়গার একদম অপচয় নয় !
পেষ্ট বোর্ডের মতো কভারটি বোধহয় ওয়াটারপ্রুফ,
শক্ত পোক্ত বোঁটায় আটকানো থাকে ওদের রুফ।
নজর তীক্ষ্ম, রোদে , জলে শিশুরা যেন কষ্ট না পায় !
কাগজশিল্প নিশ্চিত চালু ছিল ভীমরুলদের দুনিয়ায়,
ভীমরুল বা বোলতা মায়েরা তাদের ডিমেদের তরে,
অতি যত্নে এমন শক্তপোক্ত টেঁকসই বাসা বানায়।
কচি,নরম সবুজ শুঁয়োপোকা ধরে ছানাকে খাওয়ায়,
ওদের ছানাপোনা বিশ্বাসে বাঁচে মায়ের ভরসায়।
ওদের বাবা কি আর শিশুদের খোঁজ খবর নেয় !
দুর্বল তারা তো আগে চলে যায় সহজ মৃত্যু শয্যায়।
মায়ের ভরসার হাতের ছোঁয়া থাকে খাদ্য তালিকায়,
কিছু ছোটো জ্যান্ত পোকা শিশুর কুঠুরিতে জমায়।
পোকাকে অবশ করতে ওদের স্নায়ুতে আঘাত দেয়।
সকলেই জানে পাখা গজালে আর কেউ কারো নয়,
তাই শীতের আগেই সকলে বাসা ছেড়ে চলে যায়।
কষ্টে শীতে কাতর মাতা, নিজে না খেয়ে মারা সাজে,
জানে, ঐ টুকু শক্তিও লাগে ডিম পুষ্ট হবার কাজে।
মা এভাবেই অনাগত ভবিষ্যতের শিশুদের তরে,
নিজের জীবন বাজি রেখে সন্তানের ভবিষ্যৎ গড়ে।
কোনোমতে শীতের দুটো মাস নির্বিঘ্নে কেটে গেলে,
ফাল্গুন চৈত্রে যত জমানো আলস্য , সব ঝেড়ে ফেলে।
নতুন উদ্যমে বাসা বানানোর জায়গাটা পছন্দ করে,
বাঁশ,কাঠ,কাগজের কথা মায়ের আবার মনে পড়ে।
