STORYMIRROR

Bipattaran Misra

Classics

5.0  

Bipattaran Misra

Classics

মাতৃশোক

মাতৃশোক

1 min
539


মা তোমায় কতদিন দেখিনা আর! 

তুমি আমার কতখানি ছিলে --

আজ আরও বুঝি

তুমি নেই বলে!

তুমি ছিলে জানতে পারিনি --

তুমি ছিলে বলে! 

তুমি নাই টের পাই 

আমার হৃদয় স্পন্দনে! 

আজ আমার ফুলবনে ফুল নাই --

আমার শাখায় পাখি আর গায় না --

আমার সকাল আলোহীন --

যা বলি যা চলি যা কিছু করি, 

অভ্যাসে করি, সংসারের জীব বলে!

যার মা আছে --

যে মা নামে ডাকে --

ভাগ্যবান সে, আমি ভাগ্যহীন! 

মাকে কেউ ব্যথা দিলে --

আজ খুব বুঝি, 

মিথ্যা মোহে অহেতুক সংশয়ে --

জীবনের সেরা সম্পদে 

বার বার অবহেলা করি!


Rate this content
Log in

Similar bengali poem from Classics