STORYMIRROR

Sriparna Sarkar

Inspirational

1  

Sriparna Sarkar

Inspirational

মাতৃভাষা

মাতৃভাষা

1 min
867

আজ ভাষা দিবস

আমাদের বাংলা ভাষা

যে পূর্বসূরীর হাত ধরে শিখেছি আমরা এই ভাষা

শিবিরের রক্ত জমাট হয়ে আছে এ ভাষার মর্ম স্থলে,

যে ভাষা প্রতিষ্ঠিত করেছে তোমাকে আমাকে সারা বিশ্বের মাঝারে,

যে ভাষায় শিশু প্রথম যোগাযোগ সৃষ্টি করে তার মার সাথে,

কেন সে ভাষার এত অবমাননা,

আজ হাতে হাত ধরে এগিয়ে চলার দিন,

আজ আহ্বান করার দিন বিশ্বের প্রতিটি মানুষকে,

নতজানু হয়ে কুর্নিশ জানানোর দিন,

তাদের প্রত্যেকের মাতৃভাষাকে

জয় মাতৃভাষার জয়, মাতৃভাষা দিবসের জয়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational