মানিকবাবু
মানিকবাবু

1 min

12K
সৃষ্টির সাথে স্রষ্টা কাল থেকে মহাকালের স্রোতে
এক একটি কাহিনী পরম নিষ্ঠায় সেলুলয়েড পর্দায় কালজয়ী ।
ভাষার সীমা অতিক্রম করে বিশ্বে অভিনন্দিত হয়েছে বারংবার ।
সার্থক দক্ষতায় চিত্রশিল্পী থেকে চলচ্চিত্র শিল্পী "সত্যজিৎ রায় "।
শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ , নন্দলাল বসুর ছাত্র
মানিকবাবু ,
মানব চরিত্রের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ
পরিমিত পরিধিতে অনন্য ।
তাঁর যথাযত প্রতিভার স্বাক্ষর সাহিত্য অঙ্গনে ।
আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি শতবর্ষে ।
সৃষ্টির সাথে স্রষ্টা কাল থেকে মহাকালের স্রোতে ।।