মাছ ধরেছেন দাদু
মাছ ধরেছেন দাদু
মাছ ধরেছেন দাদু
মানিক চন্দ্র গোস্বামী
পুকুর পাড়ে বাঁধানো ঘাটে,
সূর্য তখন বসছে পাটে,
আকাশের সাথে লাল হয়েছে জল।
মাছের ঝাঁকটি ভাসছে সুখে,
মাছরাঙা ঠিক লক্ষ্য রেখে,
সুযোগ বুঝে তুললো মুখে একটা জলের ফল।
চিল পাখিটা গাছের ডালে,
বসে ছিল দৃষ্টি মেলে,
উড়ে গিয়ে মাছরাঙাটার মাথায় দিলো ছোঁয়া।
চমকে উঠে, বাঁধন ঠোঁটের
আলগা হয়ে মুক্তি মীনের,
সাঁতার ভুলে শূন্য পথে হাওয়ায় গোঁত্তা খাওয়া।
দাদামশাই ছিলেন বসে,
বড়শি গাঁথা ফাতনা পাশে,
মাটির কলসি কাছেই ছিল রাখা।
আকাশ থেকে আশীর্বাদে
মাছ নামলো নির্বিবাদে,
যেই ঢুকেছে, কলসিটারে দাদু দিলেন ঢাকা।
