মাাতৃভাষার ঢেউ
মাাতৃভাষার ঢেউ
এ যে নয় শুধু মাধ্যম ভাব প্রকাশের—
নিবিড়তা যেন পক্ষীকুল আর আকাশের!
এ ভাষায় মেলে শৃঙ্খলভাঙা মুক্তি৷
যে ভাষায় মিশে বাঁচা মরা,
সেথা খাটে না ঠুনকো যুক্তি!
মাতৃদুগ্ধ সম এ ভাষা যে অমৃতের আধার—
সে ভাষা বিহনে মনে
নামে যে আঁধার!
সে ভাষার আজ অপমান—
তাই আগুন রক্তস্রোতে!
ঐ শোনা যায় রণদামামা—
সময় নেইকো মোটে!
টিকবে না আর কোনো বাধা আজ—
রুখতে পাবে না কেউ!
খড়কুটো সম ভাসাতে আসছে মাতৃভাষার ঢেউ!