লাল ফুল
লাল ফুল
জানালার ঠিক নীচে রাস্তার ধারে, একটি গাছ কে পুঁতেছে? জানতে পারিনি, তবু উপড়ে ফেলে দিতে ইচ্ছা হয়নি। কি গাছ জানি না, তবু রোজ জল দিতাম-আর অপেক্ষাতে থাকতাম, একদিন ফুল আসবে, লাল টুক টুকে লাল।
ফুল ফুটলো কই- দিন যায় রাত যায়, জল-ঝড়-রোদে সে ঠিক বাঁচে, তবু নিরব হয়ে পাতা এক এক ঝরে। কত যত্ন করে, কত আগলে রেখে, একটু একটু করে সে বড়ো হতে থাকে। ফুল ফুটবে আজ নয় কাল মন বলে, ফুল আসবে, টুক টুকে লাল।
সেদিন বিকাল বেলা তুমি এলে, গাছের কাছে এসে খুঁজছিলে। ফুল, একটাও ফুল ফোটেনি!বলে গেলে ফুল এলে- সেটা তোমার এই প্রথম তুমি কিছু চাইলে আমার কাছে। ভেবে ভেবে রাত হলো সকাল, কি করে ফুটবে ফুল টুক টুকে লাল।
ফুল ফুটবে, কি করে ফোটে, কে বলে দেবে উপায়? চোখ ভরা জল নিয়ে গাছ দেখি আমি, বুক দিয়ে জাপটিয়ে বলি ফুল দাও তুমি।উফ, তীব্র যন্ত্রণা, কি বেঁধে বুকেঝড়ে প্রেম ফোঁটা ফোঁটা, মাখে গাছের ডাল,ফুল যদি ফোটে, টুক টুকে লাল।
জানালার পাশে গাছটি আছে ফুল একটি ফোটে-তুমি আসবে আমার কাছে আছি বসে, বিকেল বেলা তুমি ঠিক এলে।দেবো তোমায় আমার ফুল, দেখি প্রাণ ভরে, যেনো দেখিনি কোনো কালতোমার সিঁথি আজ লাল টুক টুকে লাল l

