STORYMIRROR

Manik Goswami

Romance Fantasy

3  

Manik Goswami

Romance Fantasy

লাজুক প্রেমে

লাজুক প্রেমে

1 min
227


খোলা বাতায়নে তোমায় দেখিনু পুস্প চয়ন কালে,

প্রভাতী আলোক চমক এনেছে তব উন্নত ভালে।

মৃদু মৃদু হাওয়ায় ভেসে ভেসে,

স্বপ্ন কেমন উড়িতেছে নীলাকাশে;

হাত বাড়িয়ে ছোঁয়া পাবার ইচ্ছে যদিও জাগে,

ভালোবাসা মাখা সোহাগী নজর বাড়িয়েছে অনুরাগে।


প্রকৃতির রূপ হার মেনে লয় তোমার তুলনায়,

সোহাগ ভুলে পায়রা যুগল তোমার দিকেই চায়।

আজ এই মধুমাসে,

করুণা পাবার আশে,

তোমার দৃষ্টি আকর্ষণে কত করি অভিনয়,

যদি একবার সার্থক করো আমার এই অনুনয়।


শরীরে পরশ, লজ্জাবতীর মাথা নিচু হয় লাজে;

বাগিচার ফুলে, সমীরণে দুলে, তোমার পরশ খোঁজে।

পূর্ণতা পায় প্রস্ফুটনে,

প্রেমের কথা ভ্রমর কানে,

হেলিয়া দুলিয়া আবেগ প্রকাশে স্নিগ্ধ পবন ছোঁয়ায়,

ভালোবাসার মহিমা সুবাস ছড়িয়ে দিয়েছে ধরায়।


Rate this content
Log in

Similar bengali poem from Romance