STORYMIRROR

উত্তম কুমার পুরকাইত

Horror Fantasy

2  

উত্তম কুমার পুরকাইত

Horror Fantasy

কয়েকটা হিংস্র কালো হাত

কয়েকটা হিংস্র কালো হাত

1 min
126


কয়েকটা হিংস্র কালো হাত,

আকাশ থেকে ছিটকে পড়ছে 

নরম আলোর শরীর 

ছেঁড়া ছেঁড়া গর্ভকোষ খোলা রাজপথে;  

হেঁশেলের ধোঁয়ায় তোমার পোড়া মুখ 

জ্যোৎস্নাতে কালো ছোপ

যারা নিজেদের জ্ঞানপুরুষ ভাবে,

ধর্ষকের আড়ালে ধর্ষক হয়ে 

বেঁচে থাকে প্রতিদিন,

তাদের জন্য কলম ধরেছি আজ

তাদের জন্য পঞ্জিকা দিন।    

তাদের মা, বউ, বোন যখন ধরিত্রিহীন

তখনও এভাবে বেঁচে থাকে

ফোর জি, বর্ণবাদী জিন!



Rate this content
Log in

Similar bengali poem from Horror