ধরিত্রী আমার চতুষ্কোণ
ধরিত্রী আমার চতুষ্কোণ
দখিন সাগরে ভাসে বাপ-মা-ভাই-বোন
দখিন সাগরে ভাসে ঘর;
পুবের আকাশে যখন ঝড়
ধরিত্রী আমার চতুষ্কোণ।
বন্য শ্বাপদ নই
তবু ওরা তাক করে প্রতিদিন
বলে, জঙ্গি, মনুষ্যহীন!
আমি মানুষ,
দু'শো ছ'টা হাড় শরীরে
শুধু ধর্মের কারণে অকূল পাথারে
বুকের মানচিত্রে এক রং
আমি আর তুমি
হিন্দু কিংবা মুসলিম নই, দুই পড়শি।
