STORYMIRROR

উত্তম কুমার পুরকাইত

Horror Fantasy

3  

উত্তম কুমার পুরকাইত

Horror Fantasy

কে হবে আমাদের সন্তান

কে হবে আমাদের সন্তান

1 min
212


উথালপাতাল রাত, প্রতিদিন ঝড়

এখন বাঁচাতে পারে দুরন্ত আদর

এসব বলেছিল শবনম। 

বলেছিল, আমার দেশ আমার নয়

আমার ধর্ম আমার নয়!

যেকোনো দেশ এখন ডুবন্ত জাহাজের উপর,

আর ধর্ম?

তার প্রাচীন বলিরেখায় ভর করে

বিচ্ছেদের ঈশ্বর। 

শবনম হাত রাখে হাতে

জীবন পাখি ভেসে চলে হৃদয়গামী পথে; 

হাট কাঁপে, ঘাট কাঁপে, মাঠ কাঁপে

সে চিৎকার করে, 

কে হবে আমাদের সন্তান?

কোনো জন্মান্ধ নয়,

সবকিছু তছনছ করে যে বলতে পারে,

পৃথিবীটা কারও বাপের নয়...  



Rate this content
Log in

Similar bengali poem from Horror