STORYMIRROR

SOMA DHARA

Tragedy Fantasy

3  

SOMA DHARA

Tragedy Fantasy

ক্লান্ত পথিক

ক্লান্ত পথিক

1 min
810

সান্ত দুপুরে কার যেন নুপুর করুন সুরে বাজে,

ক্লান্ত পথিক যেন সেই সুরে রঙীন মালা গাঁথে|


একটু হওয়া জড়িয়ে তারে কানে কানে বলে গ্যালো 

" কত রাত জেগে, ঝিমিয়ে পড়া চোখের

 পাতা ম্যাল|


পথের দুধার যে রক্তিমাভ ঝোড়ে পড়া

কৃষ্ণচূড়ার ফুলে,

তাকিয়ে দ্যাখো ওরা করছে বরণ,

তোমায় আমার দলে|


কান পেতে শোনো, পূবালী বাঁশি তোমার

নাম ই বলে,

হাজারো বসন্তে কোকিলা যেন শুধু তার কোকিলারে ডাকে|"


একখন্ড সাদা মেঘ যেন পথিক  কে বোলে গ্যালো, 

"সান্ধ্য ভানুর অসীম লাল আকাশ

মুখ টা তুলে দেখো,


একটু ছোঁবো, কল্পনাতে ঘুরে যেও নীলসারসের ঠোঁটে,

ক্লান্ত, শ্রান্ত তুমি না জানি কত 

পথ হেঁটে হেঁটে|

পথের ঘাস ফুলেদের কানাকানি,নাইবা কানে নিলে,

ফুল পথ ধরে, ছায়া পথ হয়ে,

মন না হয় আমায় দিলে|"....


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar bengali poem from Tragedy