মৃত্যুর পারে
মৃত্যুর পারে
শেষ রাতের নীরবতা ভেঙে,শঙ্খ চিলের ডানা ধরে,
যদি শরীরের ক্ষুদ্রতা ছেড়ে লীন হয়ে যাই অসীমে|
তারা ঝলমল,অধীর অশেষ আঁধার পথ করে অতিক্রম,
মেঘের কোলে, তারাদের দেশে না হয় শান্ত থাকবো কিছুক্ষন|
মনে হয় তখনো থাকবে তোমার টান, আমার প্রাণের টানে,
যেন আদ্দ্যা আর আদি অবিভেদ্য মিলে মিশে একাকাড়ে |
হয়তো থাকবে সত্ত্বায় নৈস্বর্গীয় আকাঙ্খার স্বর্গীয় আত্মীক আবেদন |
জানিনা পূর্ণতা পাবে কিনা অসীমের কাছে আর্তের নিবেদন |
ফেরা হবে কিনা আর সমুদ্র সৈকতে, কুসুম কৈলাশে,
ঝর্ণার গানে,অলকের নিলে, প্রাণের কলতানে, তোমার বাহুডোড়ে |
না হয় বৃষ্টিতে ভিজবেনা আমার কোনো শরীর রথ|
সইতে হবে না সূর্যের অস্ত,উদয়ের কঠীন পথ |
তবুও তুমি থাকবে এই অবিনশ্বর আত্তের চির আকর্ষে,
কি জানি কোনো ক্ষনে মিলে যাবো কিনা একই আবর্তে |

