অনিকেত
অনিকেত
অনিকেত বলে আমার কি কোনো বন্ধু ছিল?
আসলে ছিল, কিন্তু তখন ভয়ে চিনতে চাইনি- বিষণ্ণ ময়ূরের পেখম তোলা ভোরে
স্পষ্ট সাদা আলোয় , আয়নার পানে তাকিয়ে অনিকেতের প্রতিবম্ব আমি
যেন দেখতে পাই ! লাভাস্রোত টানে বুকটা আমার কেঁপে ওঠে -
অনিকেত মানুষকে ভালোবেসেছিলো, আর পারমিতা, অনিকেতকে ভালোবাসেছিলো -
তবু কুয়াশার ভোরাইয়ে , শিউলির মৌতাতে সুবাসিত পারমিতার হাসিটুকুও অনিকেতের পারমায়ুর কাজে লাগেনি -
মাথা উঁচু করে, অন্ধকারে বাতাস চেটে চেটে
গান্ডিব কাঁধে, অনিকেত যে,নরকে হেটেছিলো !
অনিকেত বলতো :" সাফল্যের
স্বর্গদ্যান যদি স্টেনগানের
ইস্পাতের টুকরো হয় আর আসফল্য যদি পরে
পরে মার খাওয়া হয়,
তবে নিচে নামার শোক আর ওপরেওঠার সুখে কোনো তফাৎ গন্য
হওয়া উচিত নয় "-
অযুত সূর্যের বাসনা বুকে নিয়ে,অনিকেত পারমিতার চোখের ফাল্গুনীর ঝিলিক ডিঙিয়ে
হঠাৎ ই একদিন জনসমুদ্রের অক্লান্ত ঢেউয়ে হারিয়ে গেছিল,কিন্তু ও হেরে যায়নি -
