STORYMIRROR

Sulata Das

Abstract

4  

Sulata Das

Abstract

রাস্তা

রাস্তা

1 min
271

রাস্তা আমি-অনন্ত কাল ধরে চলেছি বয়ে

    কত যানবাহন-কত মানুষের ভার সয়ে!!

যুগ যুগ ধরে চলছি আমি 

       নেই কোন বিশ্রাম।

থেমে যদি যাই আমি

      থমকে যাবে পুরো বিশ্বসংসার।

বন- জঙ্গল-মরুপ্রান্তর কিংবা পাহাড় ,

     কোথাও অনুমতি নেই আমার-একটু থামার।

চলি আমি শহরে-গন্জে-দেশে ও বিদেশে,

      গ্রীষ্ম-বর্ষা-শীত-বসন্ত-সকল ঋতুতে।

হাজার হাজার লোক রোজ রাস্তায় চলে,

      রাতদিন পদদলিত হই মানুষের পদতলে।

হই সারাদিন কত যানবাহনের চাকায় পিষ্ট

      কখনো কি কেউ বুঝবে আমার এ কষ্ট!!

বরযাত্রী থেকে শবযাত্রী-

      স্কুল পড়ুয়া থেকে অফিসযাত্রী-

আমার ওপর দিয়ে যায় সবাই চলে

      বর্ষায় মাখামাখি হই নোংরা কাদাজলে।

দাবী আদায় করতে মানুষ -

      কখনো রাস্তা অবরোধ করে,

কখনো বা চলে রাস্তায় মিছিল করে ।

      আমার উপর দিয়েই গাড়ী বোঝাই

মানুষ আর জিনিসপত্র,

     স্থানান্তরিত হয় রোজ -

এক জায়গা থেকে অন্যত্র।

      কত রহস্য-অপরাধের সাক্ষী আমি-

 তা জানেন শুধু আমার অন্তর্যামী।

     ভারী যানবাহনের চাপে 

পথে কত হয়ে যায় গর্ত,

     লোকজন থুথু ফেলে,পাশে করে মলমূত্র।

জনজীবন যাবে থেমে আমাকে ছাড়া ,

      তাও রাস্তায় ফেলে কত নোংরা-আবর্জনা।

কেউ কখনো ভাবে না আমার কথা-

     কেউ কোনদিনও বোঝেনি আমার ব্যথা।

কত হর্ষ-বিষাদের সাক্ষী আমি,

     আমার উপর দিয়ে যায় গাড়ী দামি দামি!

দুরন্ত বেগে ছোট-বড় গাড়ী সব ছোটে,    

     রেষারেষি করে রোজ কত দুর্ঘটনা ঘটে!

রক্তে লাল হয়ে যায় ব্যস্ত এ রাস্তা

     মানুষের জীবন কি এতটাই সস্তা?

কত শত খোঁড়াখুঁড়ি চলে আমার শরীরে,    

     গরম পীচ ঢেলে মেরামতি করে আমারে।

যোগাযোগের মাধ্যম আমি-আমি চলমান

     কখনো অবসর পেলে করবো তার স্মৃতিচারণ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract