আধ্যাত্মতিকতা
আধ্যাত্মতিকতা
আধ্যাত্মিক কথাটা জটিল নয়,
শুধু ভাবার নজর চিলের ন্যায় -
ভাব বোঝাতে সকলে কেবল
মৃৎ মূর্তির সংজ্ঞা দেয় l
আত্মা থেকে আগত আমার
কর্ম , চিন্তা , সান্ধ্য ধূপ -
ধ্যানযোগে নিজেকে খোঁজা
ব্রম্ভাণ্ডে ব্রহ্ম রূপ l
কর্ম আমার পুষ্পাঞ্জলি ,
শঙ্খে আমার সংকল্প পাতা -
লক্ষ হাসির শক্ত মাটি ,
স্বার্থক আমার আধ্যাত্মতিকতা ll