STORYMIRROR

Kausik Chakraborty

Abstract

4  

Kausik Chakraborty

Abstract

অন্ধকার

অন্ধকার

1 min
365

চলো সেই দুপুরের মাঝে অস্ত্র গোছাই

ভেঙে যাক গরীবের যত নীলচে গারদ

অপরাধ কারা গুনছে সে বন্ধঘরেও

শত ভিড় ঠেলে কেউ এসে ঢালবে পারদ


অজুহাত তবু নেই কিছু মনকেমনের

কথা দাও তুমি চাইবে না ঘর, মনিবের

যদি তাও ভাঙে ইট, আধুনিক ইমারত

চোখে পড়বে না তার ছবি সেই পাঁচিলের


শুনে আঁকবে যে কেউ ছায়াপথ অবিরাম

ডুবে যাক স্মৃতি সব অধিকার দমনের

ঝরে পড়বে সে দিন যত অন্ধকারেও

গলিপথ হিসেবের মত সর্বজনের


গড়ে উঠবে পাঁচিল তবু নির্মীয়মান 

ভেঙে অন্ধকারের ছবি জমবে আলোর

যত বস্তি মানুষ এসে ধরবে সে দাম

যতদূর দেখা যায় মিছিলেও মাথা তোর


[সংস্কৃত তোটকম্ ছন্দে অক্ষরবিন্যাসের নিয়মে লেখা একটি কবিতা]


Rate this content
Log in

Similar bengali poem from Abstract