মোহনার টান
মোহনার টান
চলতে চলতে শরীর মন উভয়েই বড়
ক্লান্তি জমেছে|
কালো পেজা তুলোর মতো, উড়ে
যাওয়মেঘলা আকাশ|
তবুও নদীটা আজও বইছে অপেক্ষায়,
মোহনায় মিশে যাওয়ার|
কত নুড়ি পাথরের ভার,অবজ্ঞার
উপহাস বয়েই চলেছে,
কখনো দক্ষিনা, কখনো বা পোড়া
ছাই গন্ধে বাতাস|
নিজস্ব টা কে বাঁচানোর চেষ্টায়, দম বন্ধ
অভিনয় যেন প্রেক্ষার|
নদী জানেনা আর পাবে কিনা, চলার
হরষ প্রাণের পরশে|
তৃষ্নার্তো বুকে, মনের ক্ষতে সে দেখেছে
বৃষ্টি হীন আষাঢ়|
চোখে সমুদ্রের স্বপ্ন আর হৃদয়ে পরিপূর্ণ
উপহার উপেক্ষার|
শত অধীক গুমরে থাকা, ঢুকরে
কাদা ঢেউ উঠেছে|
বৃথাই চলা আর বৃথাই ঝর্ণা ঝড়া,
বলেছে পাহাড়|
তবুও ছুটেছে বেগে, সে পেয়েছে মৃগনাভীর
গন্ধে সমুদ্রের শব্দহাড়|
