গন্ধর্ব
গন্ধর্ব
যখের কিছু এলোমেলো -ময়লা সামগ্রী ছিল
সে নিজেও আনমনা ছিল,কারণ তার সেই
এলোমেলোতে অনীহা ছিল, বড়ো -
একদিন এক গন্ধর্ব আলতা পায়ে নিঃশব্দে এলো
আর সেগুলো নিজের হাতে গুছিয়ে,
বুক দিয়ে প্রিয় জনের মতো আগলে রাখলো -
যখ জানতো ও বেশিদিন থাকবে না,
গন্ধর্ব রাজা ' চিত্ররথ 'এর আদেশে,
গন্ধর্ব একদিন ভারী বুকে, অশ্রু জলে চলে গেল -
সব জেনেও কেন জানিনা, যখের মন টাও
কেমন যেন একটু আবেগ প্রবন হয়ে গেলো -
সামগ্রী গুলো আবার এলোমেলো ময়লা হবে,
অচল বস্তু গুলোর চোখ ভেজা দেখে, যখ বললো :
আরে ভাই প্রকৃতি টাই যে এলোমেলো,
মনকে আধার করে, এখানে সব অঙ্ক মেলে না -

