STORYMIRROR

SOMA DHARA

Abstract

4  

SOMA DHARA

Abstract

এক বস্ত্র আর পান্তা ভাত

এক বস্ত্র আর পান্তা ভাত

1 min
264

যে ভোট কাউকে দুমুঠো গরম বা পান্তা দিতে অক্ষম-

সে ভোট কি, শুধু গণতন্ত্র আর নাগরিকতার জন্য?

এদের জিজ্ঞেস করুন তো, এবারের ভোট বিষয়!

বলবে, করোনা বাড়াতে ভোট দিতে যাই নি -

সত্য, উত্তর ২৪ পরগনার ছবিটা একটু দেখুন দাদারা -

সেই কর্তা 'লাঙ্গল' আর কর্মফল 'ফসল', আর কি চাই!

এক কাপড়ে শরীর ঢেকে এরা কি বলবে, বলুন?

জন্ম -কর্ম - ফলপ্রদান, এদের জন্য নয় দাদারা -

কল্পতরু উৎসব ও এদের জন্য নয়, কারণ

এরা জানে, ঈশ্বর মেনেও, ভূপালে গ্যাস দুর্ঘটনা-

এটা কোনো কর্মবাদ বা অর্থবাদ নয়, নতুবা

লঙ্কা খেলে ঝাল লাগে, এটা টেনে

বাড়িয়ে দেয়ার মতন একথা যারা বলে,ওরা সবাই পাপীতাপী -

ধিক্কার তাঁদেরকে, এভাবে ঈশ্বর আছেন, এটা ব্যাখ্যা করা এত্তো সরল ব্যাপার নয় গো -

When Napoleon asked Lappas (physicist ),

"Is There God?"  Lappas replied, "There is no need for any Devine Intervention of God in this working world", it's fact তাই -

দয়া পূর্বক ওদের জিজ্ঞেস করবেন না, ঈশ্বর আছেন কি নেই! কারণ 

 যারা অনা /অতি বৃষ্টির স্বীকার হয়,

যারা প্রায়শই আত্মহত্যা করে মরে  

আর বর্ডার এর যাওনরাই শুধু হিরোপন্তীর

স্বীকৃতি পায়, সেখানে, ওই একবস্ত্র আর পান্তা ভাত ই জিন্দাবাদ |


Rate this content
Log in

Similar bengali poem from Abstract