Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

SOMA MONDAL

Romance Tragedy

4.0  

SOMA MONDAL

Romance Tragedy

রাধার হোলি

রাধার হোলি

1 min
231


দেখা হয়েছিল তাঁর সাথে -


বাঁশের বাঁশি ছিল না তাঁর হাতে,

শোভিত ছিল না কেশ ময়ূর পাখে |


দেখেছিলাম তাঁর কৃষ্ণ মোহন রূপ -

এই বসন্তেও অমলিন সেই মুখ |


পলাশেরা হলুদ,লাল রঙ বরসেছিলো এই চোখে -

তাঁর চাহনি আজও আমার সুপ্ত সুখে |


দেখেছিলাম বছর দুই আগে-


নব প্রত্যুসে হলুদ করবী হাতে -

রঙ বরসেছিলো আমার সারা মুখে


এখোনো সে রঙ,অমলিন অনুরূপ,

বাতাসে বাজে তাঁরই বাঁশির সুর -


সে যেন আজও আছে আবির সুগন্ধে -

পায়নি ছোঁয়া -ছিলাম না যে কারবীর রন্ধ্রে



কৃষ্ণ কভূও রাধার নয় যে -


বিভোর বিষাদে চোখে জল আসে,

দেখা হবে না আর এ জীবনে তাঁর সাথে|


কাজল নয়নে সজল বেদনা চুপ -

মোনে যে রয়েছে যতনে সে রূপ |


সে এক গোপন বেশে, প্রতি হোলি তেই এসে!

রঙ বরসে কৃষ্ণ তাঁর রাধারে হেসে |



না আসা দিনের নব পত্র শাখে -


হয়তো কোকিলা থাকবে সাথীর আশে|

তখনো বাতাস ভরবে আবির, রঙে |


সেদিন ও থাকবে কৃষ্ণ, রাধার আবির গন্ধ সুখ-

আকুল প্রাণে উঠবে ভেসে ওই কৃষ্ণ মুখ |


জীয়ন কাঠি হয়ে রঙ বরসাবে এই রূপ -

না পাওয়ার ব্যাথায়, থাকবে লুকিয়ে সুখ |


Rate this content
Log in

Similar bengali poem from Romance