হারিয়ে গেছি
হারিয়ে গেছি
ভালোবাসা তোমায় খুঁজতে খুঁজতে আমি হারিয়ে গেছি |
ওগো হেমন্ত হওয়া কানে কানে বলে গেলে,
"কত কাছের ছিলি তুই আমার|
আমার আকাশে মেঘ হয়ে ভাসতি,
ডানা মেলে উড়তি, গান গাইতি,
রেনু মাখা ভ্রমরা হয়ে রঙতি|
খুশি খুশি ভালোবাসা,ভালোবেসে চাইতি |
এতো বছরের পরিচিতির, তবে কি হোলো সমাপ্তি?"
আমি বললাম হেঁসে, মনের ব্যাথা মনে বেঁধে|
সত্যিই তুমি বর কাছের আমার|
বহু বছরের তোমার আমার পরিচিতি |
লুকিয়ে রাখা গোপন মনের প্রতিলিপি|
শুধু তুমিই আমার প্রেমিক মনের স্বাক্ষ্মী|
প্রাণের বক্ষ মাঝে ছিলে তুমি আমারি |
সে দিন, তোমার মিষ্টি হওয়ায় পাল তুলে গেছি |
সেদিন গুলো, তোমার মেঘের ভেলায় ভেসে গ্যাছে |
সেই মণ কোথায় গ্যালো আমার!
তার ঠিকানা খুঁজে পাইনা আমি|
জীবনের ভীড়ে হারিয়ে গেছি দেখি |
মনে হয়, প্রেম প্রাণ হীন সঞ্জীবনি |
তোমায় পাবো ভেবে আমিই হারিয়ে গেছি
ভালোবাসা |

