Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Sanghamitra Roychowdhury

Abstract

3  

Sanghamitra Roychowdhury

Abstract

রাধে রাধে গোবিন্দ

রাধে রাধে গোবিন্দ

1 min
898


গগন গহন মেঘে যে ছায়,

শ্রাবণ পবন বেগে ধায়,

কুঞ্জে একাকী শ্যামরায়,

সজনী রজনী ঐ পোহায়,

না আসিলে রাই, হায় হায় রে।


ক্ষণেক ক্ষণেক বহিয়া যায়,

শিখি পাখা মেলিয়া ঠায়,

মৃগ মৃগী মিলন বেলায়,

সহিয়া যাতনা বসি শ্যামরায়,

সর্ব অঙ্গ ডাকে রাই, হায় হায় রে।


রজতশুভ্র চন্দ্র জোছনা ছড়ায়,

ঘননীল জলে যমুনা ধারায়,

চন্দন চর্চিত সুরভিত গায়,

রঞ্জনী রঞ্জিত লাঘব পায়,

না আসিলে রাই, হায় হায় রে।


কদম্ব বনে বহে মৃদু মন্দ বায়,

কুঞ্জ শোভিত কুসুম শোভায়,

ভীতি লোকলাজ ঠেলিয়া হেলায়,

শ্যামরায় আজি ঝুলন ঝুলায়,

জ্বলিয়া মরে প্রেম জ্বালায়, হায় হায় রে।


শুক-শারি গায় দুখিত গলায়,

জলে শিলা ভাসিয়া বেড়ায়,

কানু-দুখে সখাদল কান্দে ব্যাথায়,

করুণ সুরে কানু বাঁশরী বাজায়,

প্রেমজ্বালা না জুড়ায়, হায় হায় রে।


ললিতে বিশাখে বৃন্দে ত্বরা আয়,

বিনোদিনী মোর কোথায় লুকায়,

রাই বিনে মোর পরাণ যে যায়,

আন ত্বরা করি সখিরে হেথায়,

প্রাণ তারে চায়, হায় হায় রে।


স্বর্ণ নূপুর নিক্কণ তোলায়,

খুলিয়া রাই ফেলিল হেলায়,

কঙ্কণদ্বয় কিঙ্কিণী বাজায়,

ছুঁড়িলো রাই তৃণদলে তায়,

দুন্দুভি নিনাদে মেঘ বারতা পাঠায়,

আসিয়াছে রাই, উঠো হে শ্যামরায় রে।


ঝুলন ঝুলায় রাই গোবিন্দে,

সখিরা লুটায় চরণারবিন্দে,

ভকতি রস জুটায়ে সখিরা কান্দে,

ঘনশ্যাম বদনে গৌরবদনী বান্ধে,

যুগল মিলনে অমৃত পাদপদ্ম বন্দে,

সখাসখি যথা অনুগামী বৃন্দে,

কে বা লাজে ভয়ে, কে বা দোহে নিন্দে,

আহা, গোলোকধাম হেরো, হায় হায় রে।।


Rate this content
Log in

More bengali poem from Sanghamitra Roychowdhury

Similar bengali poem from Abstract