সাফল্য
সাফল্য
প্রশ্নটা 'জীবনের,'
গায়ে ডিগ্রির নামাবলী ঝুলিয়ে, নেতা নামক ভগবানের নাম নিয়ে উচ্চাশার ভিক্ষা পাএে চাকুরী নামক ভিক্ষা গ্রহন করার নাম 'সাফল্য',
'না'
অভাগী মায়ের দুঃখ মোচনে 'শিক্ষা' নামক কান্ডারীর হাত ধরে জীবন সমুদ্রে সততা, আত্মবিশ্বাস নামক সহযোগীর সান্নিধ্যে আশার ভেলা নিয়ে অগ্রসর হওয়ার নাম - 'সাফল্য' ।
'জীবন 'কে?
সাফল্যের জীবন ইতিহাসে অবিরত ন্যায় যুদ্ধরত পরাজিত এক নির্ভীক জীবন যোদ্ধা এখন হয়ত -
কারোর বাড়িতে দেওয়ালে শুকিয়ে যাওয়া গন্ধহীন রজনীগন্ধা ঢাকা সস্তা ছবি ।
ওর তো, মৃত্যু নাই ও তো আশার হৃৎস্পন্দন, বর্তমান অমানবিক দুনিয়ার মানবিকতার কিরন, ওর কি মৃত্যু আছে?
সত্যি বলছি, ওর প্রশ্নের সামনে প্রথাগত মেকি শিক্ষার উত্তর এতটাই নড়বড়ে যে সামনে যেতেই ভয় পাই পাছে 'নিঝ্বরের স্পন ভঙ্গ যেন না হয়'।
সত্যি, কথা বলতে 'সাফল্য ' কোনটা....
একটা পরাধীন সস্তা চাকুরী
না অন্য কিছু?