STORYMIRROR

Samir Baran Sinha

Inspirational

3  

Samir Baran Sinha

Inspirational

সমাজ ও জঞ্জাল

সমাজ ও জঞ্জাল

1 min
173


'জঞ্জালের' 'স্তূপে' মুক ডেকে যায়, 

বার বার নগ্ন সত্যির সম্মুখীন' এই মন

ঠিক কি ভাবে স্বার্থান্বেষী ‍ কর্কট রোগ হৃদয়ে বাসা বাঁধে' বুঝি না ।

শুধু নিজের পরিবার, নিজের সংসার 

আর চায়ের চুমুকে বিশ্বায়নের স্বাদ, 

'আর' 

জালনা দিয়ে সন্তর্পণে ফেলে দেওয়া 'জঞ্জালের' নমুনায় কেটে যায় 'দিন দিন' - 'প্রতিদিন' ।

'শহীদ মিনার' কিংবা হাসপাতালে 'পানপিকের' নিদারুণ চিত্র কলায় উজ্জীবিত হয় 'সংস্কৃতি', 

চায়ের ঠেকে মেরুদণ্ডহীন প্রানীদের উল্লাস, 

'পরচর্চা', 'পরনিন্দা' আর ভোট দেবেন কোনখানে? এই সবের মধ্যে সীমাবদ্ধ, 

সরকারি হাসপাতাল কিংবা স্কুলের আঙিনায় প্রবেশে মন' 'নিউমোনিয়ায়' আকান্ত হয়ে ওঠে, 

'জঞ্জালের' স্তূপে মুক ডেকে যায় - 

হঠাৎ সরকারি চাকরির ঘন্টায় মন' সর-গরম' হয়ে ওঠে ।

তখনই' 'পরিবেশ দূষণ', যেন এক শৈল্পিক ভাবনা, আর 'জঞ্জালের স্তূপ' 'রক - গার্ডেন' বলে মনে হয় ।

পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক প্রানী যেখানে 'আদিম', 

পরিবেশ বাঁচাও অভিযান তেমনি অর্থহীন 'সাহেব' -'বিবি-'গোলাম', 

সবকিছুই একদিন শেষ হয়, নতুনের আহ্বানে - জন্য 

চোখ ঝাপসা হয়ে আসে, 

'জঞ্জালের স্তূপে' মুক ডেকে যায় ।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational