কিছু প্রশ্ন ছিল
কিছু প্রশ্ন ছিল
একটা কাটাকুটি খেলে যাওয়া, শুকনো রক্তের দাগ,
রেখে গেছে অনেকগুলো অব্যাক্ত শব্দ।
সেই শব্দে, লুকিয়ে আছে,
একটা হটাৎ থমকে যাওয়া শৈশব,
আর উত্তর না জানা অনেক প্রশ্ন।
সভ্যতার প্রত্যাসার চাপে,
কংক্রিটের জঙ্গলে আটকে যাওয়া,
চির সবুজের, ধূসর বন্দিদশার মতোই,
ওরাও কি হারিয়ে গেছিলো ,
স্বপ্ন পূরণের সীমাহীন দাবির জালে ?
নাকি প্রেমহীন পৃথিবীতে,
মৃত্যুর সম্মোহিনী শীতল আলিঙ্গনে,
খুঁজে নিতে চেয়েছিলো ভালোবাসার আশ্রয় ?
<
/p>
যেমন করে ফ্রেমে আটা হাসির আড়ালে,
ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাই অনেক কান্না,
যেমন করে মোমবাতির নীরব শিখার সাথে,
একটু একটু করে, ছাই হয়ে যায় স্মৃতি গুলো,
যেমন করে সস্তা ফিনাইলের ছোয়ায়,
মুছে যাই সেই শুকিয়ে যাওয়া রক্তের দাগ,
ঠিক তেমনি করেই হয়তো, হারিয়ে যাবে,
উত্তর না পাওয়া প্রশ্নগুলো, অনেক নতুন প্রশ্নের মাঝে।
হয়তো প্রশ্ন গুলোই, চিরন্তন।
সময়ের মতোই অবিনশ্বর, অবসম্ভাবী।
তারা ফিরে আসে বারে বারে,
কখনো রক্তের দাগে আর কখনো বা দড়ির ফাঁসে।