খেলা
খেলা


বুঝেছি দিন মানে চাঁদের অনুপস্থিতি
রাত হলেই নিশাচরের আনাগোনা
স্বপ্ন দেখা আসলে বাঁচার ঔষধি
আর বাস্তব জীবনের জলছবি।
তবুও অঙ্কে মেলাতে পারিনি
আসলাম,জানলাম উত্তর দিলাম
প্রতিপক্ষের আস্ফালন চূর্ণ হলো
শংসাপত্র মেমেন্টোতে চারিদিক থৈ থৈ।
জীবনের বেহিসাবি অধ্যায়ে
মস্তবড় একটা ইনিংস
হুঁস করে শেষ হয়ে গেল
তাও খেলা কিছুতেই জমলো না।