STORYMIRROR

Sipra Debnath

Romance Tragedy Action

3  

Sipra Debnath

Romance Tragedy Action

খানাখন্দ

খানাখন্দ

1 min
254


বৃষ্টিভেজা শ্রাবণে অথবা আগুন রাঙা ফাগুনে

প্রথম আলাপ কিংবা প্রথম দেখা হয়নি আমাদের

মনে পড়ে কিনা সে কথা জানিনা

সে সময়টা ছিল প্রচণ্ড খর গ্রীষ্ম 

বাইরে প্রখর তাপ,

মনের ঘরে উত্তপ্ত আগুন নিয়ে এসেছিলে

একটা ঝিলিক খেলে গিয়েছিল মনে পড়ে??

কি এক অমোঘ টান নাকি মোহ!!!

কিছু একটা রচনা করে নিয়েছিলে তড়িৎ গতিতে

তৎক্ষণাৎ আবিষ্ট হয়ে পড়েছিলাম

ব্যাস আমি অন্য কোথাও একটা হারিয়ে গেলাম

সেই থেকে ভাবাবিষ্টভাবাবিষ্ট হয়েই চলছি

নিজেকে আলাদা করে খুঁজতে চাইনি 

অফুরান সেই টানে এখন কত খামতি,

কত ফাঁকফোকর খানাখন্দ

আর অজস্র অজুহাত।



Rate this content
Log in

Similar bengali poem from Romance