কবিতার দেহ
কবিতার দেহ
তারপর ভালোবাসার জন্য চেখে দেখলাম কমলা রোদ্দুর
এখনো সাদাজলে গুলেছি শীতঘুম
চোখ বন্ধ করবার জন্য মাথায় ঢেলেছি অন্ধকার কবিতাগুচ্ছ
সব কবিতা গা থেকে নীচে ছড়িয়ে পড়েছে এখন
এবার কুড়োতে গেলে দুএকটা নদী, সাগর বা পাহাড় পেলেও পেতে পারো
এসব উদ্ধার হলে আমাকে ডাকার কোনো প্রয়োজন নেই
আমার ডানায় আসলে বাঁধা আছে পৃথিবীর উলটো পিঠ
ধ্বংস হয়ে যাবার কোনো নিশান যে থাকবেই এমন কথা নেই আর
যদি দেখো আমার বিছানায় আমি শুয়ে নেই
তাহলে ভাববে আমি নিঃশঙ্কোচে উড়ে গেছি প্রেমিকার বেডরুমে
কিছুক্ষণ পরে পিছনে তাকিয়ে দেখো
তুমিও নটিক্যাল মাইল দূরে খোয়া গেছ সমুদ্রের তলদেশে
বালির ওজনে ছিঁড়ে পড়েছে পকেট
অবশেষে সকলের চোখের আড়ালে মাছেরা খুঁটে খাচ্ছে
আমাদের কবিতার অবিকৃত দেহ