Kausik Chakraborty

Classics

3  

Kausik Chakraborty

Classics

কবিতার দেহ

কবিতার দেহ

1 min
472


তারপর ভালোবাসার জন্য চেখে দেখলাম কমলা রোদ্দুর

এখনো সাদাজলে গুলেছি শীতঘুম

চোখ বন্ধ করবার জন্য মাথায় ঢেলেছি অন্ধকার কবিতাগুচ্ছ


সব কবিতা গা থেকে নীচে ছড়িয়ে পড়েছে এখন

এবার কুড়োতে গেলে দুএকটা নদী, সাগর বা পাহাড় পেলেও পেতে পারো

এসব উদ্ধার হলে আমাকে ডাকার কোনো প্রয়োজন নেই

আমার ডানায় আসলে বাঁধা আছে পৃথিবীর উলটো পিঠ


ধ্বংস হয়ে যাবার কোনো নিশান যে থাকবেই এমন কথা নেই আর

যদি দেখো আমার বিছানায় আমি শুয়ে নেই 

তাহলে ভাববে আমি নিঃশঙ্কোচে উড়ে গেছি প্রেমিকার বেডরুমে


কিছুক্ষণ পরে পিছনে তাকিয়ে দেখো

তুমিও নটিক্যাল মাইল দূরে খোয়া গেছ সমুদ্রের তলদেশে

বালির ওজনে ছিঁড়ে পড়েছে পকেট

অবশেষে সকলের চোখের আড়ালে মাছেরা খুঁটে খাচ্ছে 

আমাদের কবিতার অবিকৃত দেহ


Rate this content
Log in

Similar bengali poem from Classics